সিরাজুল আলমের মরদেহ শমরিতায়, শনিবার নোয়াখালীতে দাফন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৮:৩৬ আপডেট : ০৯ জুন ২০২৩, ১৮:৪৪
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির রহস্যপুরুষ' সিরাজুল আলম খান মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
|আরও খবর
ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে আইসিইউতে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।
এদিকে পরিবার সূত্র জানিয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে সিরাজুল আলম খানের মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেয়া হয়েছে। সেখান থেকে শমরিতা হাসপাতালের হীমাগারে রাখা হবে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফনের জন্য নেয়া হবে নোয়াখালীর বেগমগঞ্জে।
উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকা ঢামেকে ভর্তি ছিলেন ৮২ বছর বয়সী সিরাজুল আলম খান।
এর আগে গত পহেলা জুন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৮ জুন) রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়।
১৯৪১ সালে জন্ম নেয়া এই কিংবদন্তী রাজনীতিককে বিগত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হয়েছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই
বাংলাদেশ জার্নাল/কেএ