শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ২১:৪৬

শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
|আরও খবর
শুক্রবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের মাসুদুর রহমান ওরফে হিটলার মিয়ার ছেলে। রবিন ঢাকার বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন মিয়া (২২) ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিন মিয়া নিহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএস