পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০:১০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
|আরও খবর
শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল, ৯২০৮ পিস ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
আরও পড়ুন: শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরআই