জামায়াতের সমাবেশে জড়ো হচ্ছে নেতা-কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:৩৭ আপডেট : ১০ জুন ২০২৩, ১৬:৩৯

এক দশক পর পুলিশের অনুমিত পেয়ে সমাবেশ করছে জামায়াত। আজ শনিবার বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হবে। ইতোমধ্যে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছে।
|আরও খবর
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করছে।
জানা যায়, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশের অনুমতি নিয়ে ঢাকার মতিঝিলে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াত। এরপর ১০ বছরের বেশি সময়ের মধ্যে কর্মসূচি অনুমতি পায়নি দলটি।
তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়াসহ বেশ কিছু শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এর আগে ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত। ঢাকা মহানগর পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি।
আরও পড়ুন...১০ বছর পর সমাবেশের অনুমতি পেল জামায়াত
বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ