ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা টু মাওয়া ট্রেন চলবে আগস্টেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:৪৫

ঢাকা টু মাওয়া ট্রেন চলবে আগস্টেই
ফাইল ছবি

পদ্মা সেতু দিয়ে আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার রেল যোগাযোগ শুরু হবে। এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে রেল চলবে ঢাকা টু ভাঙা রুটে। শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

২০২২ সালের জুনে দেশের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু রেলের অবকাঠামো সম্পন্ন না হওয়ায় ট্রেন চলাচল শুরু করতে সময় লেগে যায়। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাওয়া এই সেতু দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরিমধ্যে এপ্রিলের শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে একটি ট্রেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের পূর্ব অংশের প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু।

এশিয়ান হাইওয়ের একটি রুট বিশেষ করে বেলাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই পদ্মা সেতু।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর যেতে পারবেন মানুষ। ইতিমধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলপথের ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ী রেলষ্টেশন থেকে পদ্মা সেতু পার হবে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত