ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

মোবাইল রেখে দেন মালিক, প্রতিশোধ নিতে বাস চুরি!

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৫:৩১

মোবাইল রেখে দেন মালিক, প্রতিশোধ নিতে বাস চুরি!
গ্রেপ্তারকৃত মো. সানজিত ও আকাশ। ছবি: জার্নাল প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরি যাওয়া একটি বাস উদ্ধার করে‌ছে পু‌লিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সানজিত (১৯) এবং আকাশ (২০)। তারা দুইজন চু‌রি যাওয়া বাসেরই ড্রাইভার ও হেলপার।

গতকাল সোমবার পল্লবী থানা এলাকা থেকে বাস‌টি উদ্ধার করা হয়।

‌মিরপুর ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গতকাল সোমবার রাতে মিরপুর ১০ নং সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের ঢাকা মেট্রো ব- ১১-৭৭২৩ নং এর বাসটি চুরি করা হয়। পরে বাসের মালিক আবুল বাশার মামলা করলে পল্লবী থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়। সেখান থেকে ‌গ্রেপ্তার করা হয় ড্রাইভার সানজিত ও হেলপার আকাশকে।

ড্রাইভার সানজিত পু‌লিশের জিজ্ঞাসাবা‌দে জানান, ট্রাফিক পুলিশ মামলা দি‌লে মালিক তার মোবাইল রেখে দেন। এর শোধ নিতে তারা দুইজনে মিলে এই বাস চুরি করেন।

আরও পড়ুন: ঢাকা ছিনতাইকারীমুক্ত না হওয়া পর্যন্ত বি‌শেষ অভিযান চল‌বে: ডিএমপি কমিশনার

বাংলাদেশ জার্নাল/ সুজন/ কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত