ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১১  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৬

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৮-এ যোগদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সকালে কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন। দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী যাবেন। বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

বিভাগীয় শহরগুলোতে সফরের অংশ হিসেবে গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ ফেব্রুয়ারি বরিশালে জনসভা করেন তিনি।

২০১১ সালের পর আওয়ামী লীগ প্রধানের এটাই রাজশাহী মহানগরীতে প্রথম জনসভা। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন তিনি। সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবায় দলীয় জনসভায় উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা।

জেডআই

আরও পড়ুন :

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ

সময় মতো নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ
  • পঠিত