ঢাকা, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বাস-ট্রাক সংঘর্ষে প্রান গেল চালকের, আহত ১০

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০১:২৬

বাস-ট্রাক সংঘর্ষে প্রান গেল চালকের, আহত ১০
মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রাক । ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নিজামউদ্দিন (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আহত বাসের ১০ যাত্রী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজামউদ্দিন ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি দুর্ঘটনা-কবলিত ট্রাকটির চালক ছিলেন।

পুলিশ জানায়, ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত এবং বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হপাসাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় রাজমিস্ত্রি নিহত

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত