কারিগরি ত্রুটিতে ১ ঘণ্টা বন্ধ মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১১:৫৪
যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকাল ৮টা ৪২ মিনিট থেকে এক ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কারিগরি সমস্যার কারণে এনিয়ে তৃতীয়বারের মতো মেট্রো রেলের কার্যক্রম বন্ধ বন্ধ রাখা হলো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস) ইফতেখার হোসেন বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল আবারো শুরু হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, মেট্রোরেলে পাশাপাশি দুটি লাইন রয়েছে। আজ সকালে একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেকে কোনো কারণে চাপ পড়েছে। এ কারণে একটি লাইনে ট্রেন আটকে গেছে। তাই ওই লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, টেকনিশিয়ানরা গিয়ে ওই সমস্যা ঠিক করবেন। এরপর একসঙ্গে দুটি লাইনেই মেট্রোরেল চলবে।
আরও পড়ুন: আগারগাঁও থেকে মতিঝিল ছুটলো মেট্রোরেল
বাংলাদেশ জার্নাল/কেএইচ