ঢাকা, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১০টি স্বর্ণের বার উদ্ধার

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২০:১১

চাঁপাইনবাবগঞ্জে ১০টি স্বর্ণের বার উদ্ধার
অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ছবি: প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত থেকে ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটেলিয়ন বিজিবি।

বুধবার (৩০ আগস্ট ) সকালে সীমান্ত পিলার ২৩/৮ এস থেকে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ৫৩বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সদর দপ্তরে ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ উদ্ধারসহ চোরাচালন পণ্য আটকে সফলতা পাচ্ছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের, উদ্ধার করা সোনার বার সরকারি কোষাগারে জমা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শাহজালালে ৬৮ স্বর্ণের বারসহ আটক ১

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত