ঢাকা, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত একটি চৌবাচ্চা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পান্থপাড়ার একটি পরিত্যক্ত চৌবাচ্চা থেকে অজ্ঞাত এই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, সকাল ১১টার দিকে চৌবাচ্চায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। পরে তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও রুমমেট পলাতক

তিনি আরও বলেন, আজ (সোমবার) সকাল ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে তাকে চা পান করতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ১১টার দিকে পান্থপাড়ার ব্রাক অফিসের পূর্ব পা‌র্শে সো‌হেল অটো মোবাইল গ‌্যা‌রে‌জের পেছ‌নের পরিত্যক্ত চৌবাচ্চায় ওই ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের পাশাপাশি মৃত্যুর মূল কারণ উদ্ধারে পিবিআইসহ পুলিশের কয়েকটি দল কাজ করছে। তবে, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত