নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩
গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ৯ নং ওয়ার্ডের কুঠিপাড়া স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মশিউর রহমান (১২) আব্দুর রশিদ মিয়ার ছেলে। সে স্থানীয় রায় দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে চারজন সহপাঠীকে নিয়ে নদীতে গোসল করতে যায় মশিউর। এসময় স্লইচগেটের উপর থেকে গভীর পানিতে লাফ দিলে তলিয়ে যায় সে। এ সময় বাকি সহপাঠীরা বাড়িতে এবং এলাকাবাসীকে খবর দিলে তারা দ্রুত আমাদেরকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মশিউরের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি