ঢাকা, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত
ট্রাকচাপায় নিহত অটোচালক রবিউল ইসলাম। ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউলের বন্ধু ও একই অটোর যাত্রী সেলিম রেজা গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শিবতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ববি মাওলানার ছেলে রবিউল ইসলাম (২৭) আর আহত ব্যক্তি হলেন- একই গ্রামের বাবর আলী ছেলে সেলিম রেজা (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অটোগাড়ি নিয়ে শহরের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক (নং বগুড়া-ট ১১-০৫১৫) পিছন থেকে ধাক্কা দিলে অটোগাড়ির চালক রবিউল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়া অটো গাড়ির যাত্রী সেলিম আহত হয়। আহত সেলিম রেজা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনা ঘাতক ট্রাক জব্দ ও চালক গাফফার আলীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৭​

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত