ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
প্রতিনিধি

বগুড়ায় মাদরাসা থেকে শিফা খাতুন (১৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপাঠায়।

শিফা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

মাদরাসার পরিচালক মাহফুজুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিফা খাতুন মাদরাসায় ভর্তি হয়ে আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদরাসাতেই অবস্থান করতো। সোমবার ভোরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে। এরপর অন্যান্য শিক্ষার্থীদের অগোচরে মাদরাসার একটি পরিত্যাক্ত কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি বলেন, মাদরাসার পরিত্যাক্ত কক্ষে শিফা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে আত্মহত্যার ঘটনা। তারপরেও সন্দেহ এড়াতে মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত