ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ, রিকশাচালকের আত্মহত্যা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৬

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ, রিকশাচালকের আত্মহত্যা
ফাইল ছবি
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার নিয়ে ওই এলাকার হানিফ মাস্টারের বিল্ডিংয়ে তিনি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

মৃত আবদুর রহিম (৫১) নোয়াখালীর সুধারাম থানার পূর্ব মাইজছড়া এলাকার বাসিন্দা।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, রিকশাচালকের ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। নানা সময় তিনি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছেন। এসব টাকা পরিশোধকে কেন্দ্র করে তার সঙ্গে স্ত্রী এবং সন্তানদের প্রায় সময় ঝগড়া হতো। একপর্যায়ে তিনি আজ (সোমবার) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

আরও পড়ুন: জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত