ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর
প্রতীকী ছবি
বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন একটি মোটরসাইকেলে করে কাকচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সংগ্রাম অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত