ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

খড়ের গাদায় চাপা পড়ে ২ শিশুসহ মায়ের মৃত্যু

  প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৩

খড়ের গাদায় চাপা পড়ে ২ শিশুসহ মায়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তাদের দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান পাশেই খেলছিলেন। হঠাৎ খড়ের গাদাটা তাদের ওপর ভেঙে পড়ে। এতে গাদায় চাপা পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ ছাগলনাইয়া সরকারি হাসপাতালে রয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা কানন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত