গৃহবধূর কান ছিঁড়ে দুল নিয়ে গেলেন পাওনাদার
প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৮
জামালপুরের মাদারগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় মর্জিনা নামে এক গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে পাওনাদার এক নারী। এ ঘটনায় বুধবার মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ শহরের গাবেরগ্রাম এলাকার জিয়াউল হকের স্ত্রী একই গ্রামের রুস্তম আলীর স্ত্রী শাহানা বেগমের কাছ থেকে ৩ বছর আগে সুদে ৫০ হাজার টাকা নেয়। এর মধ্যে মর্জিনা বেগম ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ১০ হাজার টাকার জন্য মঙ্গলবার শাহানা বেগম মর্জিনার বাড়িতে গেলে মর্জিনা টাকা দিতে আরও দুই দিন দেরি হবে বলে জানান। এ সময় শাহানা বেগম পেছন থেকে মর্জিনার দুই কানের দুল ছিঁড়ে নেয়। এতে কানের একটি অংশ ছিঁড়ে যাওয়ায় মর্জিনা বেগম গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার দুই কানে ৬টি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে মর্জিনা বেগম এখন বাড়িতে অবস্থান করছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এএ