ঢাকা, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

রাজধানীর গুলশানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০

রাজধানীর গুলশানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান-১ এর একটি ৮ তলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার রাত দেড়টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়িতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টা ৩৮ মিনিটে এ আগুনের সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি এবং বারিধারা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সর্বশেষ রাত সাড়ে তিনটায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত