চবি হলে তল্লাশি অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৫
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০
ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়েছে প্রক্টরিয়াল বডি। তল্লাশিতে দুটি হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় শাহ আমানত হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। এদিকে এ সংঘর্ষের পর এদিন রাত ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, চবির শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফের নেতৃত্বাধীন গ্রুপ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের আধিপত্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালিয়েছি। এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। আর হল থেকে কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তল্লাশি অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী ভূমি কমিশনার আবু রায়হান, চট্টগ্রামের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ।
বাংলাদেশ জার্নাল/এএ