লালবাগে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭
রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
ডিউটি অফিসার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে হঠাৎ এসি বাসে আগুন
বাংলাদেশ জার্নাল/কেএইচ