ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮

লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে মৃত্যু
বন্যহাতি। ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ বিডিআর আবুর ছনখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও গহীন পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি। এসময় বন্যহাতি তাকে শুঁড় দিয়ে আছাড়ে হত্যা করে।

বনকর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকেল তিনটার দিকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: হাতি-মানুষের দ্বন্দ্ব, আতঙ্কে শেরপুরের ৪০ গ্রামের মানুষ

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত