১০০ বোতল ফেনসিডিলে ১৪ বছর কারাদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪
১০০ বোতল ফেনসিডিলসহ সাতকানিয়া থানায় আটকের মামলায় মাহবুবুল আলম (৫৪) নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা ও আরও তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলম সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশার বলির পাড়ার মৃত কোরবান আলীর ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী মামলা পরিচালনা করেন। অন্যদিকে আসমিপক্ষের আইনজীবী ছিলেন মো. ইউনুছ চৌধুরী।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(গ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের সাজা দেয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর দিনগত রাতে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন থানার পিএসআই মোহাম্মদ ইয়ামিন সুমন। মামলা তদন্ত শেষে ওই বছরের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে জেলা ও দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন বিচারক। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩
বাংলাদেশ জার্নাল/এমপি