ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৩

সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ । ছবি: সংগৃহীত ।

চীন ও ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীন সফরকালে তিনি ১৯তম এশিয়ান গেমস্ এর উদ্বোধনসহ বিভিন্ন গেমস্ অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণসহ বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবগণের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি'স চিফ'স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে তিনি বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করার মাধ্যমে স্ব-স্ব স্থল বাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ২১ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে দেশ: রাষ্ট্রপতি

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত