ঢাকা, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টানা ছুটিতে পর্যটক বেড়েছে কক্সবাজারে

  প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯

টানা ছুটিতে পর্যটক বেড়েছে কক্সবাজারে
পর্যটক বেড়েছে কক্সবাজারে। ছবি: সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজারে চলছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক বেড়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছিল আয়োজনের তৃতীয় দিন। শনিবার পর্যন্ত কোনো কক্ষ খালি নেই হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলোতে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করেছে। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মৌসুমের শুরুতেই পর্যটকদের স্বাগত জানাতে মেলা চলাকালীন থাকা-খাওয়া, যাতায়াত ও বিনোদনসহ অন্তত ১৫টি ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে চালু করা হয়েছে পর্যটকবাহী জাহাজ। মেলাকে ঘিরে কক্সবাজার শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ‘শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট-গেস্ট হাউজের সব কক্ষ ভাড়া হয়েছে। আগেভাগে যারা কক্ষ ভাড়া নিয়েছেন, তারা ঠিকই ছাড় পেয়েছেন। হয়তো আজকাল যারা এসেছেন, তারা ছাড় পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পুরো সমুদ্র সৈকত সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল ঘিরে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে মৌসুমের শুরুতেই পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন চলবে ১৫ অক্টোবর

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত