ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নারী ও শিশুপাচার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৬

নারী ও শিশুপাচার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
নারী ও শিশুপাচারকারী চক্রের অন্যতম মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে নারী ও শিশুপাচারকারী চক্রের অন্যতম মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মো. সম্রাট খন্দকার (২৫), মো. ওসমান গনি বেপারী (২৫), মো. মিরাজ (২৫) ও মো. সিদ্দিক (৪০)।

শুক্রবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকার গরীব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল/কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যৌন কাজে নিয়োজিত করতো।

নারী ও শিশুপাচারকারী চক্রের গ্রেপ্তারকৃত কয়েকজন

এছাড়াও অবৈধ পথে এ উদ্দেশে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী দেশে পাচার করছিল বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমপি

  • সর্বশেষ
  • পঠিত