ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু
প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৬
ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ শুরু করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ফরিদপুর গোয়ালন্দ মোড় থেকে এই রোডমার্চ শুরু হয়। রাত পর্যন্ত এই রোডমার্চ চলবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এরমধ্যে, রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
একই দিন সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রমনা দলগুলো সমাবেশ করবে। পাশাপাশি দুপুর একটায় সুপ্রিম কোর্ট বার ভবনের দ্বিতীয় তলায় ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সংবাদ সম্মেলন করবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ