ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৯:০১
ফরিদপুরের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিপন কুমার দাস ওরফে মনিরুজ্জামান মনি(৪১) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। যাবজ্জীবন ছাড়াও তার নামে একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ আরও ২৫টি মামলা রয়েছে।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতোয়ালি থানাধীন গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বাবলু জানান, গ্রেপ্তার আসামি রিপন কুমার দাস ফরিদপুরের মাদক সম্রাট৷ তিনি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করে আসছিলেন তিনি।
এছাড়াও তিনি অপর একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি ও মাদকসহ ২৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন শাইখ আকতার বাবলু।
আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুই যুবকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ জার্নাল/এসএ