হরতালের দুদিনে ১৯ যানবাহনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৯:৩৭
বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ঘণ্টা হরতালের দুইদিনে ১৭টি আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯টি যানবাহন পুড়েছে।
সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।
এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই ও সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস, একটি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।
এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন জনবল কাজ করেছে।
সংস্থাটি জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আজ সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ জার্নাল/সুজন/এসএ