যশোর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থী করে দিলেন আধুনিক ল্যাবরেটরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২১:০৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১:৩৩
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী জানতে পারেন তার প্রতিষ্ঠানে ল্যাবরেটরি ভবনের অভাব রয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জাহেদী ল্যাবরেটরি ভবন নির্মাণ করে দিয়েছেন তিনি। তার এ উদ্যোগ শুধু যশোর নয়, সারাদেশে প্রশংসা কুড়াচ্ছে। নতুন ভবন পেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে নবনির্মিত এ ছয় তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী।
ইনস্টিটিউট সংশ্লিষ্টরা জানান, পরিবেশ বান্ধব নকশা অনুযায়ী যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছয়তলা ভবনে ১২টি আধুনিক সুবিধা-সংবলিত ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। ২০২১ সালের ১২ অক্টোবর এ ভবন নির্মাণের ভিস্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, নতুন ল্যাবরেটরি ভবন পেয়ে উচ্ছ্বসিত তারা। আধুনিক এ ল্যাব শিক্ষাক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি উদ্যোগে এই ভবন মাইলফলক হয়ে থাকবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। নাহিদা আকতার জাহেদীর নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ। তাদের এই উদ্যোগে যশোরের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে এই উদ্যোগটা সকলের কাছে একটি বার্তাও দিলো যে, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা করা যায়।
ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, চিফ ইনস্ট্রাক্টর মোঃ শরীফুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এসএপি