ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুই জনের

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৪০

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুই জনের
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল । ছবি: সংগৃহীত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১০০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন।

মারা যাওয়া ওই দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা মো. সুমন (২৮) ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাসিন্দা গোলাম রসূল (৬৮)।

মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০ জন। এর মধ্যে ২৩ হাজার ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত