ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণে ইইউসহ ৪ বিদেশি সংস্থার আবেদন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৬:০৭  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ১৭:০০

নির্বাচন পর্যবেক্ষণে ইইউসহ ৪ বিদেশি সংস্থার আবেদন
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নসহ চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসির অতিরিক্ত সচিব জানান, এখন পর্যন্ত ১২টি দেশের ৩০ জন থেকে ৩৫ জন বিদেশি সাংবাদিক এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।

আবেদন করা সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরাম এবং এনডিআই-আইআরআই।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের নিবন্ধনের জন্য মঙ্গলবার শেষ সময় ছিলো। এই সময়টা বাড়িয়ে ৭ ডিসেম্বর দেয়া হলো।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত