ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নয় ঘণ্টা পর স্বাভাবিক উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৬:২১  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ১৬:৩৩

নয় ঘণ্টা পর স্বাভাবিক উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ
উদ্ধারকারী ট্রেন বিকল: ৯ ঘণ্টাপর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির নয় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২ টায় টাঙ্গাইলের তারাবাড়ি এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হলে লাইনটিতে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে সদর উপজেলার তারাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে দুপুর ২ টার দিকে বগিটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত মাসে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে একটি কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় ঢাকাগামী এগার সিন্ধুর গোধূলি এক্সপ্রেসের তিনটি বগি উল্টে বহু হতাহত হয়।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত