ফরিদপুর জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৮:২১
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনকে শহরের পূর্ব খাবাসপুর এলাকার বড়ইতলা সংলগ্ন নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যার মামলা নং-৮৫। এস আই মো. মাহাবুব বাদী হয়ে মামলাটি করেন। বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এদিকে যুবদলের এই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, রাজিবসহ পূর্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকমীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এর আগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছে, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুবদল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আদনান হোসেন অনুসহ আর বেশ কয়েকজন নেতা।
বাংলাদেশ জার্নাল/এসএপি