ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ২৮ জন

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৪২  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ১৮:৪৭

এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ২৮ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে ২৮ জন ফরম সংগ্রহ করেছেন। আর জেলার ছয়টি আসনে মোট ৬২ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন। এই আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ২৮ জন ব্যক্তি। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দীন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গিলবার্ট নির্মল বিশ্বাস, জেলা যুব মহিলা লীগের মজনুন নাহার নাজনিন সোনালীসহ ২৮ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

যশোর জেলার গুরুত্বপূর্ণ আসন যশোর-৩ (সদর)। এ আসন থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পরপর দুই বারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু।

এদিকে, যশোর-১ (শার্শা) আসনে বর্তমান সংসদ সদস্য আফিল উদ্দীন, সাবেক মেয়র আশরাফুল আলম লিটনসহ চারজন দলীয় ফরম নিয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বর্তমান সংসদ সদস্য রণজিৎ রায়, সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাবসহ সাতজন দলীয় মনোনয় ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে লড়াইয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন বর্তমান সংসদ সদস্যসহ ১২ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন সাদাব সুলতান, যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব কুমার নন্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী এবং মতুয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা নিতাই বৈরাগী।

যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি ছাড়াও দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন, জেলা পরিষদ সদস্য খন্দকার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল সিদ্দিকী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত