ঢাকা, রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৯:০৯

আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
বিএনপির হরতালের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছবি: সংগৃহীত

বিএনপির হরতালের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে ঢাকার কোতয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। কোতয়ালি থানার এসআই কামরুল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের ‘জীবন ও সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনে’ ককটেল বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। এতে আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, মামলা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার বিকেল ৪টা ১ মিনিটে মহানগর দায়রা জজ আদালত ভবনের জাতীয় পতাকা উত্তোলন বেদীর সামনে বোমা ফাটানো হয়। ওই আদালতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালতে হৈ চৈ হয়। এর মিনিট বিশেক পর আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত