ঢাকা, রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২০:৪৯  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ২১:৪৭

যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১
যাত্রাবাড়ি মোড়ে যাত্রীবহী বাসে আগুন, ছবি: প্রতিনিধি

বিএনপির ষষ্ঠ দফার সর্বাত্মক অবরোধ শুরুর আগেই রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

এর আগে সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ২৮ অক্টোবর হতে ২০ নভেম্বর (সোমবার) পর্যন্ত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতার দেওয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত