জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০১
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বুড়া পুকুর এলাকায় ট্রাকের চাপায় ইসরাফিল মুসা নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা জেলার আক্কেলপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। সে স্থানীয় মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাছাত্র মুসা প্রাইভেট পড়ে বাইসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বুড়া পুকুর এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ঘাতক চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/আইজে