ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

বেশি দামে তরমুজ ও গরুর মাংস বিক্রি করায় জরিমানা 

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৮:৪১

বেশি দামে তরমুজ ও গরুর মাংস বিক্রি করায় জরিমানা 
রূপগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: প্রতিনিধি

নড়াইলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও অতিরিক্ত দামে গরুর মাংশ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবু দাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তরমুজ ব্যবসায়ীরা ৮০ টাকা কেজি দামে তরমুজ বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এর সত্যতা পান। তরমুজ ব্যবসায়ী হানিফ শেখকে ৩ হাজার টাকা জরিমানা করে। মাংস ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় শাহিন গোস্ত ভাণ্ডারের মালিক শাহিন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবু দাস বলেন, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার ও অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত