ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

ডেমরায় অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৮:৪২  
আপডেট :
 ২২ মার্চ ২০২৪, ০৯:৩০

ডেমরায় অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ
ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ

রাজধানীর ডেমরা ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ শুক্রবার (২২ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে সংস্থাটির দুইটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দশ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হয়।

রাত তিনটার দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। ধীরে ধীরে ইউনিট বেড়ে দশটা করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত