ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সুনামগঞ্জে ঘোড়ায় লাথি মারা নিয়ে সংঘর্ষ, নিহত ২

  প্রতিনিধি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৭:৩৭  
আপডেট :
 ০২ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

সুনামগঞ্জে ঘোড়ায় লাথি মারা নিয়ে সংঘর্ষ, নিহত ২
প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় থলেরবন্দ গ্রামে ঘোড়ায় লাথি মারাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা দুপক্ষের আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল আওয়াল (৫৫) ও একই গ্রামের নুর মোহাম্মদ (২২)।

জানা যায়, থলেরবন্দ গ্রামের আশিক মিয়ার বাড়ির সামনে শের আলীর একটি ঘোড়া বেঁধে রাখেন। চলার পথে ওই ঘোড়া আশিক মিয়ার ছেলে ফরিদকে লাথি মারে। এতে শের আলীকে বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করেন আশিক আলীর ভাই সাহার আলী। এ নিয়ে দুজনে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নুর মোহাম্মদ ও আব্দুল আওয়াল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত