ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মাদক বেচাকেনার সময় গ্রেপ্তার ৩

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক বেচাকেনার সময় গ্রেপ্তার ৩
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন থেকে মাদক বেচাকেনার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫ এর সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. জামাল (৫০), একই উপজেলার ফতেপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. বাবলু (৩০), হরিনগর ক্ষ্যাপাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. কাবুল (৩২)।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নর ৭নং ওয়ার্ডের নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক বেচাকেনার সময় ২২৪ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতির মধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়ালাভাঙ্গা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক আইন মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত