কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ২০:১০
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অভিজিৎ দেবনাথ নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার কোদালিয়া পাড়া এলাকার উজ্জ্বল দেবনাথ এর ছেলে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে শহরের হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয় সামনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, অভিজিৎ দেবনাথ বাইসাইকেল যোগে ভেড়ামারা শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা অভিজিৎকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কতব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আইজে