ঢাকা থেকে বের হতেই ঘণ্টার পর ঘণ্টার পার, যানজটে নাকাল ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:২৪
কয়েকদিন ধরেই ঈদ কাটাতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। গেলো দিন গুলোতে নির্বিঘ্ন ভাবে ঢাকা ছাড়তে পারলেও আজ দেখা গিয়েছে যাত্রী চাপের আধিক্য। মঙ্গলবার (৯ এপ্রিল) সরকারি অফিস খোলা থাকলেও অনেকে একদিন বাড়তি ছুটি নিয়ে সোমবার (৮ এপ্রিল) রাত থেকেই ঢাকা ছাড়ছেন। ফলে ঢাকা থেকে বের হওয়ার পথ গুলোতে তীব্র যানজটে পড়েছেন ঘরমুখো মানুষ।
সোমবার ও আজ মঙ্গলবার রাতে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শনির আখড়াসহ বেশ কয়েকটি সড়কে তীব্র যানজট দেখা গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টার পার হচ্ছে শুধু ঢাকা থেকে বের হতেই।
যানজট সড়ক ছাড়িয়ে ফ্লাইওভারেও ছড়িয়ে পড়েছে। গুলিস্তান থেকে ধোলাইপাড়মুখী মুখের যানজট ছাড়িয়েছে টিকাটুলি পর্যন্ত। অন্যদিকে কাজলা থেকে চানখারপুল পর্যন্ত যানজটে আটকে আছে গাড়ি।
ফ্লাইওভারে যানজটে থাকা রফিকুল ইসলাম নামে বরিশালগামী একজন বাইকার বলেন, আমি একটু দেরিতে বের হলাম, ভাবলাম বিকেলের পর চাপ বেশি থাকবে রাতে একটু কমবে। কিন্তু এখন তো দেখছি উল্টো। আমার বাসা সেগুনবাগিচা থেকে শুধু ধোলাইপাড় পৌঁছাতেই ফ্লাইওভার হয়ে আমার সময় লাগল দেড় ঘণ্টার মতো। সামনে কি আছে ভাগ্যে আল্লাহ জানেন।
পিয়াল ট্রাভেলসের কন্ডাক্টর শফিকুল বলেন, ভাই সায়েদাবাদ থেকে গাড়িটা ছাইড়া আইছি। ধোলাইপাড় আসতেই আধাঘণ্টার বেশি সময় লেগেছে। সামনে তো জুরাইনের জ্যাম আছেই। কখন যে পৌঁছামু আল্লাহ জানেন।
এদিকে ধোলাইপাড়ে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘসময় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছে না অনেকে। আবার বাড়তি ভাড়ার অভিযোগ করছেন অনেকে।
ফার্নিচারের দোকানে কর্মরত মো. রবিউল বলেন, আমি দশমিনা পটুয়াখালী যাবো। কিন্তু গাড়ি পাইতাছি না। আমি একাই যাচ্ছি, তাও সিট পাচ্ছি না। ভাড়া অনেক বেশি চাইতেছে। ডাবল ভাড়া চাইতেছে। ৬০০ টাকার ভাড়া ১৩০০ টাকা চাইতেছে। ৭০০ টাকা বেশি চাইতেছে। এখন আবার আসলাম, তাও দেখি একই অবস্থা।
এ বিষয়ে জানতে চাইলে বাড়তি ভাড়ার কথা অস্বীকার করেন কাউন্টারের কর্মচারীরা। তারা বলছেন, যেটা ভাড়া সেটাই নেয়া হচ্ছে। অনেকে ঈদ বলে বেশি মনে করছেন।
বাংলাদেশ জার্নাল/টিআর