ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সেচ দেয়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে পাম্প-মালিক নিহত

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ২০:১১

সেচ দেয়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে পাম্প-মালিক নিহত
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে আমিনুল ইসলাম (৪৫) নামে এক সেচ পাম্প মালিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার নেপালতলীর বরুজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। এ ঘটনায় মো. হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উপজেলার নেপালতলীর বরুজ গ্রামে হৃদয় তার নানার জমি দেখাশোনা করেন। আজ সকালে জমিতে পানি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেচ পাম্পের মালিক আমিনুল ইসলামের সঙ্গে। এক পর্যায়ে হৃদয় ধারালো ছুরি দিয়ে আমিনুল ইসলামকে আঘাত করে। স্থানীয়রা আমিনুল ইসলামকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পরই অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত