ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘জালভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্র বন্ধ করা হবে ’

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৯

‘জালভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্র বন্ধ করা হবে ’
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আহসান হাবিব। ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে কোন কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। ভোট ঘিরে দেশের কোথাও কোন ধরনের সহিংসতাও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আগামী ৮মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

সভা শেষে দুপুরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারো পক্ষপাতে নয়, অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণে তাদের কমিশন বদ্ধ পরিকর।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত