ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

  প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৫  
আপডেট :
 ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৬

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে
ফাইল ছবি

অতি তীব্র দাবদাহে চুয়াডাঙ্গায় মানুষের জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে মাঝারি, তীব্র ও অতি তীব্র দাবদাহ চলছে চুয়াডাঙ্গায়। এর মধ্যে ৭ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

রোববার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে, এখনই বৃষ্টির জন্য কোনো সুখবর নেই। মে মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সবার প্রাণ যেন ওষ্ঠাগত। জনসাধারণের নাভিশ্বাস অবস্থা। একই অবস্থা প্রাণিকুলেও। সকাল থেকে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই সূর্যের গরম তাপ, বাতাসে আগুনের মতো দমকা হাওয়া যেন জনজীবন অতিষ্ঠ করে ফেলছে।

সাধারণ খেটে খাওয়া কর্মজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তবে খুব প্রয়োজন ছাড়া অনেকে বাইরে বের হচ্ছেন না। সড়কপথে ছোট বড় পরিবহনের সংখ্যা একদমই কম।

বাংলাদেশ জার্নাল/আরএইচ/আইজে

  • সর্বশেষ
  • পঠিত