ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হিটস্ট্রোকে প্রাণ গেলো দুই শ্রমিকের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২১:৫১

হিটস্ট্রোকে প্রাণ গেলো দুই শ্রমিকের
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হিটস্ট্রোকে জহুরুল ইসলাম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক সর্দার ছিলেন। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটির রাস্তা সংস্কার করার সময় হিটস্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল ) রাত ৯ টার দিকে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার। এর আগে দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁও মাঠের পিছনে মাটি কাটা কাজের দেখভাল করার সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মারা যান।

মৃত শ্রমিক জহুরুল ইসলামের বাড়ি একই উপজেলা জয়েনপুর গ্রামে। তিনি ওই এলাকার মকবুল হোসেন খাঁর ছেলে। জহুরুল ইসলাম অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শ্রমিক সর্দার ছিলেন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার আরও জানান, জহুরুল ইসলামকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটির রাস্তা সংস্কার করার সময় হিটস্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতি‌নি‌ধি সূত্রে জানা যায়, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস। সকা‌লে দেবরের প‌রিব‌র্তে শ্রমিক হি‌সে‌বে অন‌্যান‌্য শ্রমি‌কের স‌ঙ্গে কা‌জে যোগ দেন ল‌তিফা বেগম। এ সময় একটি মাটির রাস্তা পুনর্নির্মাণে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন তি‌নি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তি‌নি। পরে অন‌্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তি‌নি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান ব‌লেন, ধারণা কর‌ছি অতিরিক্ত গরমে হিটস্ট্রোকজনিত কারণে ওই নারী শ্রমি‌কের মৃত্যু হতে পারে। হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক ল‌তিফা বেগ‌দের সুরতহাল রিপোর্টের পর হিটস্টোকে মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি। নিহ‌তের স্বজন‌দের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত