ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সিলেটে স্বস্তির বৃষ্টি

  প্রতিনিধি

প্রকাশ : ০১ মে ২০২৪, ০১:০৬

সিলেটে স্বস্তির বৃষ্টি
সিলেটে স্বস্তির বৃষ্টি । ছবি: সংগৃহীত

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সিলেটে আবারও বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।

নগরীর জিন্দাবাজারের বাসিন্দা মলয় দত্ত মিঠু বলেন,সারাদেশ যখন দাবদাহে পুড়ছে, তখন প্রতিদিনই কোনো না কোনো সময় সিলেটে বৃষ্টি হচ্ছে। এতে গরমের উত্তাপ কিছুটা কম রয়েছে সিলেটে।

উপশহরের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশ বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে তীব্র গরম অনুভূত হলেও সিলেটে তেমন গরম টের পাওয়া যাচ্ছে না। এর কারণ এখানে বৃষ্টি হচ্ছে, যা খুবই স্বস্তিদায়ক। সারাদিন তপ্ত রোদের পর বিকেলের বৃষ্টি মনে প্রশান্তি এনে দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত