ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যেসব জেলার ওপর দিয়ে বইবে তাপপ্রবাহ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪, ২১:১৫

যেসব জেলার ওপর দিয়ে বইবে তাপপ্রবাহ
যেসব জেলার ওপর দিয়ে বইবে তাপপ্রবাহ। ছবি: সংগৃহীত

পুরো এপ্রিলজুড়ে তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। চলতি মাসের রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টি হয়ে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। দেশের কিছু জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বুধবার (১৫ মে) চার বিভাগ ও বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত